শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শিক্ষককে মারধরের প্রতিবাদ লোহাগড়ায় মানববন্ধন 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

শিক্ষককে মারধরের প্রতিবাদ লোহাগড়ায় মানববন্ধন 

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ের শিক্ষককে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। 

শনিবার (১০ জুন) সকালে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে তিন শতাধিক  শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করে। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা আল্পনা মণ্ডল, সহকারী শিক্ষক খান আশরাফুল হাবিব, কার্তিক চন্দ্র দে, মোল্যা জাকির হোসেন, কর্মচারী জাকির হোসেন, ছাত্র হাসিবুর রহমান হাসিব, তানিয়া সুলতানা প্রমুখ। 

গত ৭ জুন অর্ধবার্ষিক পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া অপ্সরা তার বান্ধবীর খাতা দেখে পরীক্ষা দিচ্ছিল। বিষয়টি নজরে আসার পর শিক্ষক সাইফুল ইসলাম অপ্সরাকে উঠিয়ে অন্যত্র বসালে এ ঘটনা জানা জানির পর অপ্সরার বাবা সুফিয়ান শেখ ও দাদা আয়ন উদ্দীন শেখসহ ৪-৫ জন বিদ্যালয়ে এসে কিছু বুঝে উঠার আগেই শিক্ষক সাইফুল ইসলামকে কিল-ঘুষি, লাথিসহ পেটানো শুরু করেন। 

প্রাণ ভয়ে দৌড়ে প্রধান শিক্ষকের অফিসে আশ্রয় নেই। সেখানে গিয়েও তাকে মেরে গুরুতর আহত করে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, এ ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করে দেয়া হবে । 

টিএইচ